অন্যের অধীনে চাকরির পরিবর্তে নিজেই ছোটখাট কোনো একটি ব্যবসা শুরু করেন
Posted by: Jonny, 20 Feb, 2020Ad Detail
- AD ID 4255199
- Locality Dhaka, Dhaka
- Ad Type Offering
- Posted by Individual
অন্ট্রাপ্রেনার’ (Entrepreneur) তথা ‘উদ্যোক্তা’ নামক শব্দটির সাথে আজকাল কম-বেশি আমরা সকলেই পরিচিত। উদ্যোক্তা বলতে এমন এক ব্যক্তিকেই বোঝায়, যিনি অন্যের অধীনে চাকরির পরিবর্তে নিজেই ছোটখাট কোনো একটি ব্যবসা শুরু করেন এবং সেই ব্যবসাকে ঘিরেই আবর্তিত হয় তার সকল রকম কর্মপরিকল্পনা।
তবে একজন উদ্যোক্তা একটি দিক থেকে অন্য দশজন ব্যবসায়ীর থেকে একেবারেই অনন্য হয়ে থাকেন। সেটি তার আইডিয়া। তিনি যে সমস্যা সমাধানের জন্য এই কাজে নেমেছেন, সেই সমাধানমূলক আইডিয়াটি সাধারণত ইনোভেটিভ, অর্থাৎ নতুন ধারার প্রবর্তক হয়ে থাকে। তার আইডিয়া, সেবার ধরন, পণ্য- সবকিছুকেই আপনি এতদিন ধরে দেখে আসা অন্যান্য সেবার সাথে মেলাতে পারবেন না। সবকিছুতেই যেন খুঁজে পাবেন এক নতুনত্বের ছোঁয়া।
উদ্যোক্তা হতে চাইলে প্রথমেই আপনাকে চ্যালেঞ্জ নিতে শিখতে হবে। সেইসাথে শিখতে হবে ত্যাগ স্বীকার করা, ও নিজের মনোবলকে সব সময়ে পজিটিভ রাখা।
এটা সবারই জানা, উদ্যোক্তা হওয়ার পথে বাধা আর চ্যালেঞ্জ আসবেই, বিশেষ করে যাঁরা একদমই প্রথমবারের মত কোনও উদ্যোগ নিচ্ছেন তাঁদের সামনে এমন কিছু বিষয় আসবে – যা তাঁরা ভাবতেও পারেননি
আমরা আপনাকে প্রশিক্ষণ দিব এবং আপনি একজন সফল উদ্দোক্তা হিসাবে গড়ে তুলবো।
চাকরি পাওয়া সকলের পক্ষে সম্ভব নয় কিন্তু নিজে কিছু করে স্বয়ংসম্পন্ন হয়ে উঠা এবং নিজে ক্যারিয়ার গড়ে তোলার সুবন সুযোগ।
Email: ss.ictbd1@gmail.com
Website: https://wordpress.com/home/entrepreneurdotbd.
Phone:01534288307
Circuler Road Dhaka
Email this Advertiser
Contact Detail
Dhaka
- ➣Make the payment only after you receive the item.
- ➣Always meet the seller at a safe location.
- ➣Do not pay until you have verified the item.