Digital Hearing Aid Price in Dhaka, Bangladesh

Posted by: Md Mizanur Rahman, 09 Apr, 2023
৳ 22,000
Ad Detail
  • AD ID 4260105
  • Locality Dhaka, Dhaka
  • Ad Type Offering
  • Posted by Company

আপনি বা আপনার বৃদ্ধ বাবা-মা, ভাই-বোন, নিকট আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব কেউ কি কানে কম শুনছেন?
কথা শুনতে পান কিন্তু বুঝতে পারেন না??
অনেক জোরে জোরে চিৎকার করে কথা বললে শুনতে পান??
দূরের কথা বুঝতে সমস্যা হয়??
পিছন থেকে ডাকলে শুনতে পান না??
কানের ভিতরে শো শো বা ঝিঁ ঝিঁ পোকার মত শব্দ হয়??
আপনার কি মনে হচ্ছে আপনার ছোট্টো শোনামনিকে ডাকলে সাড়া দিচ্ছে না??
আপনি কি ভালো ব্রান্ডের ডিজিটাল হিয়ারিং এইড (কানে শোনার যন্ত্র) খুজছেন??
আপনি যদি উপরোক্ত সমস্যা গুলোর সম্মুখীন হয়ে থাকেন তাহলে দেরি না করে আজই চলে আসুন আমাদের ওয়াইডেক্স হিয়ারিং সেন্টারে। আমাদের কাছে পাবেন ডিজিটাল প্রোগ্রামেবল কম্পিউটারাইজড হিয়ারিং এইড (কানে শোনার মেশিন) যা ব্যবহার করে আপনি খুবই ভালো শুনতে পাবেন। কানের কিছুটা ইমপ্রুভ হবে এবং স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন। কানে শোনা যন্ত্রের একটি বিশ্বস্থ প্রতিষ্ঠান। দক্ষ অডিওলজিস্ট দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত।
কানে শোনার সমস্যাকে কখনোই অবহেলা করবেন না।
আমাদের সেবা সমূহঃ
কানে শোনার ডিজিটাল মেশিন বিক্রয় করা হয়।
কানের সকল প্রকার পরীক্ষা করা হয়।
বিশ্ব বিখ্যাত ব্রান্ডের সকল প্রকার ডিজিটাল হিয়ারিং এইড (কানে শোনার যন্ত্র) বিক্রয় এবং কম্পিউটার এর সাহায্যে ফিটিং করা হয়।
অভিজ্ঞ অডিও মেট্রিশিয়ান দ্বারা প্রতিষ্ঠান পরিচালিত হয়।
সকল প্রকার কানে শোনার যন্ত্রের ব্যাটারি পাওয়া যায়।
কেন আমরাই সেরা!
দীর্ঘ ২২ বছর যাবৎ আপনাদের সেবায় নিয়োজিত।
আমাদের বাংলাদেশে ১৩টি শাখা আছে।
অভিজ্ঞ অডিওলজিস্ট দ্বারা প্রতিষ্ঠান পরিচালিত হয়।
বিশ্ব বিখ্যাত ব্রান্ড ওয়াইডেক্স (ডেনমার্ক), বারনাফোন (সুইজারল্যান্ড) এবং স্টারকি (আমেরিকা)
আমাদের একটিভ ১০,০০০ হাজারের বেশি পেশেন্ট আছে।
প্রতিটি ডিজিটাল কানের মেশিনের দুই বছরের ওয়ার্ল্ডওয়াইড ওয়ারেন্টি।
আমাদের নিজস্ব ল্যাবে লাইফ টাইম সার্ভিসিং।
২ মাস পর পর কানের মেশিনের ফ্রি চেকআপ ও ক্লিনিং
১০০% সেল আপটার সার্ভিসিং
প্রতিটি ডিজিটাল কানের মেশিনের সাথে থাকছে
ফ্রি কানের টেস্ট রিপোর্ট
ফ্রি এক পাতা ব্যাটারি
মানি ব্যাক গ্যারান্টি
৩ মাস ফ্রি সার্পোট
ফ্রি কানের মেশিনের ড্রয়ার বক্স যেটা আপনার মেশিনকে রাখবে মইসচার।
আপনি হয়ত ভাবছেন কানের মেশিন আকারে খুব বড় !!
কিন্তু তা একেবারেই নয়। আপনার কানের মাপ অনুযায়ী অদৃশ্য, ছোট, রঙিন ডিজিটাল কানের মেশিন পাওয়া যাবে আমাদের কাছে। Invisible in the Canal (IIC) ছোট ও কানের ভিতরে সম্পূর্ণ প্রবেশ করে এবং প্রায় অদৃশ্য। Completely in the Canal (CIC) IIC-র থেকে সামান্য বড়, নিখুতভাবে লক্ষ্য করলে সামান্য দৃশ্যমান। Receiver in Canal (RIC) কানের পিছনে দৃশ্যমান কিন্তু আকারে ছোট। Behind the Ear (BTE) এটিও কানের পিছনে থাকবে দৃশ্যমান। Rechargeable Hearing Aid ব্যাটারির Longevity অনেক বেশি ব্যাটারি বদলাবার কোন প্রয়োজন নেই Easy & Comfortable Use
সর্তকীকরন
একমাত্র লাইসেন্স প্রাপ্ত অনুমোদিত দোকান থেকে এবং সম্পূর্ণ বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে মেশিন ‍কিনুন।
শ্রবন পরীক্ষার রিপোর্ট ছাড়া কানের মেশিনের ফিটিং করা অবৈজ্ঞানিক।
অনুমোদিত ডিলার ছাড়া কানের মেশিনের সঠিক ওয়ারেন্টি পাওয়া সম্ভব নয়।
মেশিন কেনার সময় অডিওগ্রাম রিপোর্ট সঙ্গে রাখুন। রিপোর্ট না থাকলে আমরা কানের টেষ্ট করে মেশিন দিবো।
মেশিন কেনার সময় পরিবারের কাউকে সঙ্গে নিয়ে আসুন এবং মেশিন সম্পর্কে আমাদের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে জেনে নিন।
প্ররোচিত বিজ্ঞাপনে পা না দিয়ে উন্নত গুনমাণ সম্পন্ন শ্রবণযন্ত্র কিনুন ও সঠিক পরিষেবা লাভ করুন।
কানের মেশিন, ব্যাটারি, ওয়ারেন্টি সার্ভিস, কানের ছাপ (Ear Mould) ও আনুষঙ্গিক বিষয় সম্পর্কিত তথ্য আগে ভালো করে জেনে নিন।
ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কানের মেশিনটি ভালো চললেও অতি অবশ্যই একবার সার্ভিস করান।
কানের মেশিন একটি ইলেকট্রনিক্স সামগ্রী, এটিতে কোনো রকম সমস্যা হলে তৎক্ষণাৎ অনুমোদিত ডিলার বা কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন।
নতুন মেশিন কেনার সময় রসিদ অবশ্যই নেবেন।
বিশেষ সতর্কতা হলে বিক্রিত দোকানের অনুমোদিত লাইসেন্স অবশ্যই দেখে নিন।
বাজারে কম দামি কিছু চায়না মেশিন আছে যেটা কানের খুবই ক্ষতি করে তাই ঔ মেশিন ব্যবহার করা থেকে বিরত থাকুন।

Email this Advertiser

* Name :
* Email :
Mobile :
* Message :
 
 

Contact Detail

Md Mizanur Rahman
152/2/N, Nahar Plaza, Green Road, Panthapath, Dhaka-1205, Dhaka,
Dhaka
Safety tips for Buyers
  • Make the payment only after you receive the item.
  • Always meet the seller at a safe location.
  • Do not pay until you have verified the item.
Read more

Share on :